পাসওয়ার্ড বা ইউজার নেম হ্যাকড হওয়ার ঘটনা হরহামেশাই ঘটছে। পাসওয়ার্ড হ্যাক হয়েছে অথচ ব্যবহারকারী তা জানতে পারেন না।
গুগল কিছু দিন আগে ‘পাসওয়ার্ড চেক’ নামে একটি নতুন টুল বের করেছে। গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে কাজ করছে ওই টুল। এর সাহায্যে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কি না।
পাসওয়ার্ড সুরক্ষিত কি না তা যাচাই করার আগে কিছু শর্ত মানতে হবে-
১. গুগল ক্রোমের আধুনিক ভার্সন ডাউনলোড করতে হবে।
২. ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
যেভাবে গুগল পাসওয়ার্ড চেকআপ ডাউনলোড করবেন-
আপনার কম্পিউটারে গুগল ক্রোম ডাউনলোড করতে হবে
এরপর গুগল ক্রোম স্টোর থেকে পাসওয়ার্ড চেকআপ সার্চ করতে হবে
‘অ্যাড টু ক্রোম’ বাটনে ক্লিক করে তা ইনস্টল করতে হবে।
কীভাবে পাসওয়ার্ড চেকআপ কাজ করে-
আপনার অ্যাকাউন্টে লগইন করলে এটি নিজে থেকেই জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত কি না। যদি আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকে তাহলে লাল সিগনাল একটি বক্সে জ্বলে উঠবে এবং জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে ও পরিবর্তন করার কথা বলা হবে। আপনি এড়িয়ে গেলেও তা লাল হয়েই থাকবে যতক্ষণ না আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করছেন।
কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন—
ক্রোমের ‘আরও জানুন’ বিভাগ থেকে সহজেই কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তা জানা যায়।