ফ্লিপ ক্যামেরার নতুন ফোন আনল আসুস। মডেল আসুস সিক্স জেড। ফোনটির ফ্লিপ ক্যামেরা ব্যবহার করে পিছনের ও সামনের ছবি তোলা যাবে।
ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
আসুস সিক্স জেড ফোনটি অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত। এতে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ৮ জিবি র্যামের ফোনটিতে ২৫৬ জিবি স্টোরেজ দেয়া হয়েছে।
ছবি তোলার জন্য ডিভাইসটিতে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।
ভারতে ৮ জিবি র্যাম ভার্সনের আসুস সিক্স জেড বিক্রি হচ্ছে ৩৪ হাজার ৯৯৯ রুপিতে। ৬ জিবি র্যাম ভার্সনেও এটি পাওয়া যাচ্ছে। মূল্য ৩১ হাজার ৯৯৯ রুপি।