ফেসবুক পোস্ট বিশ্লেষণ করেই বলে দেয়া যাবে ব্যবহারকারি কোন অসুখে ভুগছেন। নির্ণয় করা যাবে ফেসবুক ব্যবহারকারীর ডায়াবেটিকস, উদ্বেগ, বিষণ্ণতা এবং মানসিক রোগের মাত্রা।
গবেষণার মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া স্কুল অব মেডিসিন এবং স্টনি ব্লু ইউনিভার্সিটির এক দল গবেষক। তারা বলেছেন, পোস্টের ভাষায় প্রকাশ পায় এর লেখকের ডায়াবেটিস রোগের সূচক। রোগীর সম্মতিতে এর মাধ্যমে তার শারীরিক উপসর্গ নিরীক্ষা করা যেতে পারে।
এই গবেষণাটি প্লোস ওয়ান জার্নালে প্রকাশ করা হয়েছে বলে খবর দিয়েছে সায়েন্স ডেইলি।
গবেষণায় বলা হয়, ব্যক্তির ডায়াবেটিস, বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগ কোন পর্যায়ে রয়েছে সেটি এখন নির্ণয় করা সম্ভব পোস্টের মাধ্যমেই। বিগত কয়েক মাসের দেওয়া পোস্টের বিশ্লেষণ করে এ রোগ নির্ণয় সম্ভব। কীভাবে একজন রোগীর ফেসবুক পোস্ট দেখে চিকিৎসকেরা রোগ নির্ণয় করতে পারেন সে বিষয়টিও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
এই গবেষণার সহকারী গবেষক অ্যান্ড্রু সোর্চ বলেছেন, চিকিৎসা করতে আসলে সব সময় রোগীর মানসিক সমস্যা এক বা দুই কথাতেই বোঝা যায় না। আর এ কারণে অনেক সময়ই ডাক্তারদের চিকিৎসাজনিত কাজে বেগ পেতে হয়। আর এসব বুঝতেই তাদের নানা কৌশল অবলম্বন করতে হয়। সামাজিক মাধ্যমের সাহায্যে এই কাজটি হয়ে উঠতে পারে বেশ সহজ।
তিনি আরো বলেন, রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকেরা রোগীর যে বিষয়টি ফেসবুকে লক্ষ্য করেন সেটি হচ্ছে ব্যবহারকারীর আচরণ, জীবন যাপনের ধরন এবং মানসিক অবস্থা। এমনকি তিনি ফেসবুকে কী ধরনের শব্দ ব্যবহার করছেন সেটিও এর অন্তর্গত।
এই গবেষণার ফল পাওয়ার জন্য এক হাজার রোগীর ফেসবুক পোস্টের ইতিহাস বিশ্লেষণ করেছেন চিকিৎসকেরা। সেখানে দেখা যায়, অধিকাংশ রোগীই তার লেখা কমেন্টে নিজের আচরণ ফুটিয়ে তুলেছেন। আবার এদের মাঝে অনেকেই ছিলেন যারা বেশ অনেকদিন কোনো পোস্টই দেননি।
গবেষণায় ফেসবুকের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা মোট ২১টি অবস্থা খুঁজে পেয়েছেন। এর মধ্যে ১০টি অবস্থা কেবল পোস্ট বিশ্লেষণ করেই পেয়েছেন তারা। এ জন্য রোগীর জনসংখ্যাতাত্ত্বিক তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়নি।