দেশের মানবসম্পদ উন্নয়নে ও বিনিয়োগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে জাপানের ফুজিৎসু সোমবার (১৭ জুন) একটি সমঝোতা স্বারক করেন।
জাপানের ফুজিৎসু এর সাথে এই স্বাক্ষর বাংলাদেশের আইসিটি খাতে কি কি অবদান রাখবে? বাংলাদেশে ফুজিৎসু কি কি করতে চায়? মানবসম্পদ উন্নয়নে ফুজিৎসু কি ধরনের অবদান রাখবে এই সকল বিষয় নিয়ে ডিজিবাংলা’র সাথে কথা বলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগম।
ডিজিবাংলাকে তিনি জানান, স্বাধীনতা যুদ্ধের পর থেকে জাপানের সাথে আমাদের সুসর্ম্পক। জাপান শুধু আমাদের আইটি সেক্টরে না। অন্যান্য অনেক সেক্টরে কাজ করা হচ্ছে তাদের সাথে। জাপান আমাদের টেলিকমিউনিকেশন, রেল, তেল-গ্যাসসহ অনেক সেক্টরে সাপোর্ট দিয়ে আসছে। এর ফলে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। আইটি সেক্টরে তাদের সাথে কাজ কম হয়েছে, এখন তাদের এই সেক্টরে নিয়ে আসতে চাচ্ছি আমরা।
এই সমঝোতার মাধ্যমে তারা হাই-টেক পার্কে ইনভেস্টমেন্ট করতে পারবে। ফুজিৎসু জাপানি প্রতিষ্ঠান নিয়ে আসতে পারবে। ফুজিৎসু আমাদের হাইস্কিল ট্রেনিং। এর জন্য কাজ করবে। হাইস্কিল ট্রেনিং নিয়ে আমাদের ছেলে-মেয়েরা দেশে চলে আসবে। কারন আমরা চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ করছি। আর এই বিপ্লবে অবশ্যই আমাদের হাইস্কিল ট্রেনিং লাগবে।
তিনি জানান, তরুণ উদ্যোক্তাদের এবার ১০০ কোটি টাকা দেয়া হয়েছে বাজেটে। তরুণরা নতুন নতুন সফটওয়্যার তৈরি করছে। শুধু তৈরি করলেই তো হবে না, সেগুলোকে মার্কেটিং করতে হবে। এই টাকা যদি তাদের দেয়া হয় তারা বিশাল সাপোর্ট হবে। অনেক বিদেশী প্রতিষ্ঠান হাই-টেক পার্কে জায়গায় নিয়েছে, কাজও শুরু করেছে। আশা করছি আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের জনগণ হাই-টেক পার্কের মাধ্যমে আইটি সেক্টরে একটি ভালো সুফল পাবে।
বিস্তারিত ভিডিওতে…