ফের পেছালো হুওয়াওয়ে ফোল্ডেবল ফোন অবমুক্তির সময়। জুনের বদলে আগামী সেপ্টেম্বরের আগে বাজারে ছাড়া সম্ভব হচ্ছে না হুওয়াওয়ের ফোল্ডেবল ফোন মেট এক্স। স্যামসাং ফোল্ডেবল ফোনের স্ক্রিন নিয়ে বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়ায় বারতি সতর্কতা হিসেবে প্রথম ফোল্ডেবল ফোন অবমুক্তির সময় ৩ মাস পিছিয়ে দিয়েছে হুওয়াওয়ে।
এ বিষয়ে ওয়ালস্ট্রিট জার্নাল-কে হুওয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট পেং জানিয়েছেন, ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এমন কোনো পণ্য হুয়াওয়ে বাজারে ছাড়বে না। পুরোপুরিভাবে ভাঁজ খোলা অবস্থায় মেট এক্স ফোনটি ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করেই বাজারে ছাড়া হবে।
তিনি জানান, স্যামসংয়ের ফোল্ডেবল ফোনের স্ক্রিন নিয়ে বিপর্যয় দেখা দেওয়ায় অতিরিক্ত সতর্কতা হিসেবে মেট এক্স’র পরীক্ষা চালাতে বিশ্বের বেশ কয়েকটি টেলিকম কোম্পানি ও অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে হুওয়াওয়ে।
পরীক্ষা নিরীক্ষা চালানো হলে ফোনটির স্ক্রিনের মান আরও উন্নত হবে উল্লেখ করে পেং বলেন, এ কারণে ফোনটি বাজারে আনতে সময় লাগবে। যেসব দেশে ফাইভজি নেটওয়ার্ক চালু হয়েছে বা প্রস্তুত করা হচ্ছে সেসব দেশের বাজারকে কেন্দ্র করেই ফোনটি বাজারে আনা হবে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হুওয়াওয়ে মেট এক্স উন্মোচন করা হয়। এরপর এপ্রিলে জানানো হয়, জুনে বাজারে আসবে ফোনটি। ফাইভজি সুবিধা সম্বলিত ফোনটির দাম হবে ২৬০০ ডলার (২ লাখ সাড়ে ১৮ হাজার টাকা)।