নতুন নতুন গেমিং স্মার্টফোন বাজারের এনে তাক লাগিয়ে দিচ্ছে লুবিয়া। এবারো ১২ জিবি র্যামের স্মার্টফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। লুবিয়া ১৭ জুন ভারতের বাজারে নিয়ে আসছে তাদের ‘রেড ম্যাজিক ৩’ মডেলের ফোনটি।
এই বছর এপ্রিল মাসে চীনে উন্মোচন হয়েছিল নুবিয়া রেড ম্যাজিক ৩। এই ফোনে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকছে ফোনটিতে। এই ডিভাইস ঠান্ডা রাখার জন্য একটি বিশেষ ফ্যান ব্যবহার হয়েছে।
এই ফোনে রয়েছে ৬.৬৫ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। রয়েছে ১২ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য রেড ম্যাজিক ৩ ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সাথে থাকছে ৩০ ওয়ার্ড ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র ১০ মিনিট চার্জ করে এক ঘণ্টা গেম খেলা যাবে। এর সাথেই থাকছে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার, থ্রিডি সারাউন্ড সাউন্ড আর লিকুইড কুলিং টেকনোলজি।