চীনের বাজারে গতমাসে ( মে ) উন্মোচন হয়েছে ভিভোর জি সিরিজের স্মার্টফোন ‘ভিভো জেড৫এক্স’। খুব অল্প সময়ে বিশ্ববাজারে আসতে চলেছে ভিভোর এই ফোনটি।
ভিভো জেড৫এক্স মডেলের ফোনটির বড় চমক হচ্ছে ফোনের পিছনের রয়েছে ট্রিপল ক্যামেরা। ৬.৫৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পিউ অপারেটিং সিস্টেম।
ফোনের ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
৫ হাজার এমএএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৮জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। ফোনটির দাম শুরু হবে ১৩৯৮ ইউয়ান দিয়ে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যায়। ফোনটি ফোরজি সাপোর্টেড।