এবার ফেসবুকের মত ‘ইভেন্ট’ তৈরির ফিচার চালু করছে ছবি ও ভিডিও তৈরির অ্যাপ স্ন্যাপ চ্যাট। এক টুইট বার্তায় নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছে রিভার্স ইঞ্জিনিয়ার জেমস ম্যাচুন অং। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, স্ন্যাপচ্যাট তাদের প্লাটফর্মে ইভেন্ট তৈরি করার সুবিধাটি চালু করতে যাচ্ছে।
অং এর প্রকাশিত একটি স্ক্রিন শটে নতুন এই ফিচারের ইউজার ইন্টারফেস দেখা যায়। স্ন্যাপচ্যাটে যখন ইভেন্ট খোলা হবে সেখানে অনুষ্ঠানের সময়, স্থান এবং স্ন্যাপচ্যাটে বন্ধুদেরকেও ইনভাইট করা যাবে। আর অনুষ্ঠানে আমন্ত্রিতদেরকে নিয়ে একটি গ্রুপ চ্যাট বক্স তৈরি হবে স্ন্যাপচ্যাটে।
তবে এই ইভেন্ট কি ‘পাবলিক’ হবে নাকি শুধু স্ন্যাপচ্যাটের নির্দিষ্ট বন্ধুদের মধ্যে খোলা যাবে এসব কিছু নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি স্ন্যাপচ্যাট।
ফেসবুকের আওতাধীন ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামকে টেক্কা দিতে নতুন এই ফিচার যুক্ত করা হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।