চাঁদ আর ঈদের আনন্দকে ছাপিয়ে দেশের ভার্চুয়াল আকাশে থ্রিল ছড়িয়েছে ছিন্ন বিচ্ছিন্ন হাতপায়ের একটি ছবি। ছবিটিতে একটি শিশুর বিচ্ছিন্ন হাত, মুণ্ড, পা দেখে অনেকেই আঁতকে উঠেছেন।
ছবিটি প্রকাশিত হওয়ার পর পরই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরোটো না দেখেই অনেকেই হাহাকার করে ওঠেন।
ছবিটি’র দ্বিতীয় পর্ব দেখে বোঝা যায়, আতঙ্কের কিছু নেই। এটা আসলে একদল শিশুর বুদ্ধিবৃত্তিক কারিগরি।
প্রথম ছবিটি মূলত কোনো একজন শিশুর বিচ্ছিন্ন হাত-পা নয়, বরং চারজন শিশুর আলাদা আলাদা শরীর অংশ নিয়ে করা একটি বুদ্ধিদীপ্ত ছবি।
এই ছবিটির পাশাপাশি আরো দুইটি ছবি এবারের ঈদে আলোচনার জন্ম দিয়েছে নেটদুনিয়ায়।
এর মধ্যে ৬ জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ছবি। ছবিটির আলোচনা-সমালোচনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক কর্মসূচীতে যোগ দিতে রাজশাহীতে নৌকায় নদী পাড়ির আর্কাইভ ছবিটিও ভাবিয়েছে নতুন প্রজন্মকে।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের একটি ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
নিজ এলাকা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে ঈদ উদযাপন করতে গিয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পুকুরে সাঁতার কাটর পর তোলা প্রবীণ এই রাজনীতিবিদের ছবি অনেককেই নষ্টালজিক করেছে।