ফেশিয়াল রিকগনিশন অ্যালগরিদমকে প্রশিক্ষণ দিতে ব্যবহৃত ১ কোটি (১০ মিলিয়ন) ছবির একটি ডেটাবেজ ডিলিট করেছে মাইক্রোসফট। সুপরিচিত লাখ মানুষের অনলাইন ইমেজ সংগ্রহ করে ডেটাসেটটি প্রকাশ করা হয় ২০১৬ সালে।
একই ব্যক্তির চেহারা ভিন্ন ভিন্ন ছবিতে চেনাতে ফেশিয়াল রিকগনিশন অ্যালগরিদমকে প্রশিক্ষণ দিতে এই ডেটাবেজটি ব্যবহার করতো পুলিশ এবং সেনাবাহিনী।
রিকগনিশন সিস্টেম নিয়ন্ত্রণের উত্তম ব্যবহার বিষয়ে মাইক্রোসফটের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের আহ্বান জানানোর পর এই উদ্যোগ নিলো মাইক্রোসফট।
সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস-কে এই ডেটাবেজটি সরিয়ে ফেলার কথা নিশ্চিত করেছে মাইক্রোসফট। জানিয়েছে, যে ব্যক্তি এই ডেটাবেজটি দেখভাল করতো সে আর এখন কোম্পানিতে নেই।
গত বছর মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যান্ড স্মিথ কংগ্রেসকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার নিয়ন্ত্রণে কংগ্রেসকে আহ্বান জানিয়েছিলেন। আর অতি সম্প্রতি ক্যালিফর্নিয়া পুলিশের এ বিষয়ক একটি অনুরোধও প্রত্যাখ্যান করেছিলো মাইক্রোসফট।
প্রসঙ্গত, সার্চ ইঞ্জিন থেকে সংগ্রহিত ছবিগুলোর ডেটাসেটের নাম এমএস সেলেব। এমএস সেলেব ডেটাসেটটি খুঁজে বের করেন অ্যাডাম হারভি নামের এক গবেষক। অ্যাডাম জানান, এমএস সেলেবের ডেটাসেটটি এখনো ইন্টারনেটে পাওয়া যাবে। কারণ একটি ডেটাসেট মুছে ফেললেই তা উধাও করে দেওয়া সম্ভব নয়। একবার পোস্ট করা হলে অনেকেই তা ডাউনলোড করে। ফলে তা হার্ডড্রাইভে থেকে যায়।