ফাইভজি ফোন বাজারে আনতে শুরু করেছে অনেক প্রতিষ্ঠান। আবার অনেক প্রতিষ্ঠানের ফাইভজি ফোন বাজারেও মিলছে। অন্যদের সাথে তাল মিলিয়ে ফাইভজি ফোন তৈরি শুরু করেছে চীনা স্মার্টফোন প্রতিষ্ঠান রিয়েলমি। ২০১৯ সালেই রিয়েলমি তাদের ফাইভজি ফোন বাজারে নিয়ে আসবে।
রিয়েলমি জানিয়েছে, ৫জি এখন বাস্তবতা। ফাইভজি স্মার্টফোন উন্মোচনে বিশ্বের প্রথম সারিতে থাকতে চলেছে রিয়েলমি। অত্যাধুনিক প্রযুক্তি গ্রাহকের কাছে সবার আগে পৌঁছে দিতে বদ্ধপরিকর তারা।’
কয়েক দিন আগেই রিয়েলমি জানিয়েছিল চীন ও ভারতে ফাইভজি নেটওয়ার্ক পরিষেবা শুরু হলেই ফাইভজি স্মার্টফোন উন্মোচন করবে কোম্পানি।
রিয়েলমি’র লেটেস্ট স্মার্টফোন রিয়েলমি এক্স।