এবার হুয়াওয়ের নতুন স্মার্টফোনে থাকবে না ফেসবুক অ্যাপ, ইনস্টাগ্রাম ও হোয়্যাটসঅ্যাপের অ্যাপ্লিকেশন।
শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, এখন থেকে আর হুয়াওয়ের ফোনে ফেসবুকের অ্যাপগুলো প্রিইনস্টল করা থাকবে না। তবে ডাউনলোড করে এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে।
মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্তের ফলে বিদ্যমান স্মার্টফোনগুলোতে কোনো সমস্যা হবে না।