বিশ্বের বিভিন্ন দেশে সময়িক ভোগান্তিতে পড়েছেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ দুটি ব্যবহারে সমস্যায় পড়েছেন। বাংলাদেশেও একাধিক ব্যবহারকারী ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে গিয়ে সমস্যার কথা জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, সকাল থেকেই ইউরোপের বিভিন্ন দেশে ফেসবুক ও তাদের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে যায়।
এদের মধ্যে ৬৪ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা অ্যাপে যুক্ত হতে সমস্যায় পড়েছেন। আর ৩৩ শতাংশ জানিয়েছেন, তাদের মেসেজ পাঠানো বা গ্রহণে সমস্যা হয়েছে।
তবে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।