ব্যবহারকারীদের তথ্য ফাঁস, আদালতের সমন, জরিমানা কোনো কিছু আমলে না নিয়ে নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘গ্লোবালকয়েন’ তৈরির কার্যক্রম অব্যহত রেখেছে ফেসবুক। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ ভাগে মুদ্রাটির কার্যকারিতা যাচাই করা হবে।
পরীক্ষামূলক ব্যবহার ফলাফল পর্যালোচনা করে আগামী বছরের শুরুতেই নির্দিষ্ট কিছু দেশে আনুষ্ঠানিকভাবে মুদ্রাটির কার্যক্রম চালু হবে। মুদ্রাটি কাজে লাগিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই অনলাইনে অর্থ বিনিময়ের পাশাপাশি মূল্যও পরিশোধ করা যাবে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, শুরু থেকেই বিশ্বের প্রায় ১২টি দেশে একটি নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহার হবে গ্লোবালকয়েন।
দ্য ভার্জ জানিয়েছে, চাইলে এক দেশ থেকে অন্য দেশে প্রিয়জনের কাছে অর্থ পাঠানোর সুযোগও মিলবে এতে। গতানুগতিক ভার্চুয়াল মুদ্রা ‘বিটকয়েন’-এর মতো মান ওঠানামা করবে না। ফলে ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। মুদ্রাটি চালুর অংশ হিসেবে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও শুরু করেছে ফেসবুক।
এ বিষয়ে সিএনএন বলেছে, ক্রিপ্টো এক্সচেঞ্জ জেমিনি’র প্রতিষ্ঠাতা উইঙ্কলভস টুইনসের সঙ্গে এ বিষয়ে বৈঠকও হয়েছে। জানাগেছে, ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার করেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘গ্লোবালকয়েন’। আর এর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি’র ধারণাই পাল্টে দিতে যাচ্ছে ফেসবুক।
গেজেটস নাউ জানিয়েছে, ফেসবুকের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু হলে এই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটির দুই বিলিয়নেরও বেশি ব্যবহারকারী এর মাধ্যমে চ্যাটিং, কেনাকাটা ও গেম খেলতে পারবেন। এক্ষেত্রে ফেসবুক চীনের উইচ্যাটকে অনুকরণ করতে পারে।
তবে এক্ষেত্রে এটি পুরোপুরি চালু হওয়ার আগে ফেসবুক ক্রিপ্টোকারেন্সিকে অনেক প্রযুক্তিগত এবং বিভিন্ন দেশের নিয়ন্ত্রকদের বাধা অতিক্রম করতে হবে।