জনপ্রিয় মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি। তবে বর্তমান সময়ে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে পারিনি প্রতিষ্ঠানটি। বিশ্বের অনেক দেশে সনি তাদের ফোন বিক্রি বন্ধ করে দিয়েছে। এবার নিজেদের জাত চেনাতে গেমিং ফোন বাজারে নিয়ে আসছে সনি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কেনিচিরো ইয়োশিদা জানিয়েছে, অনেক লোকসান এবং লগ্নিকারীদের চাপে বাধ্য হয়েই বিভিন্ন দেশে সনি স্মার্টফোন বিক্রি বন্ধ করে দিতে হচ্ছে। তবে এখনই স্মার্টফোন ব্যবসা সম্পূর্ণ বন্ধ করছেন না। বরং জাপান, ইউরোপ, তাইওয়ান এবং হংকং-এ উপরে মনোনিবেশ করতে চাইছেন।
আগামী অর্থবছরে স্মার্টফোনে গেমিং কেন্দ্রিক ফিচার নিয়ে কাজ করার আভাস দিয়ে এই প্রধান নির্বাহী জানিয়েছে, প্লে-স্টেশনের পাশাপাশি স্মার্টফোনে বিনোদন সুবিধা যোগ করতে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।