মার্কেট কিংবা দোকানে না গিয়ে মুঠোফোন থেকেই পাঠানো যাচ্ছে প্রিয়জনের উপহার। এক্সট্রা নামের অ্যাপ থেকে এই সুবিধা মিলছে।
স্মার্টফোনে এক্সট্রা অ্যাপ ইনস্টল করে ব্যবহারকারি চাইলেই ডিজিটাল গিফট ভাউচার বা কার্ড দিতে পারবেন এক্সট্রার মার্চেন্ট (ফ্যাশন আউটলেট, রেস্টুরেন্ট, ই-কমার্স সাইট ইত্যাদি) লিস্ট থেকে।
ফরমায়েশ করার সঙ্গে সঙ্গে উপহার প্রাপক এসএমএস পাবেন। তিনি এক্সট্রা অ্যাপ ইনস্টল করে প্রেরক নির্ধারিত দোকান বা সাইট থেকে তার পছন্দমতো পণ্য কিনতে পারছেন।
এক্সট্রার প্রতিষ্ঠাতা মঞ্জুরুল আলম মামুন জানান, পুরানো পদ্ধতিতে গিফট বিতরণ, প্যাকেজিংয়ে বাড়তি খরচ, মেসেজ বা মেইল অফার দেয়া। এ সব করতে গিয়ে অর্থের সঙ্গে মূল্যবান সময়ও নষ্ট হচ্ছে। তাছাড়া এত কষ্ট করে দেয়া গিফট বা অফারের সঠিক ব্যবহার হলো কিনা তা জানার নেই কোন ব্যবস্থা। এসব কথা বিবেচনা করেই এই ডিজিটাল প্ল্যাটফর্মটি করা যাতে যে কোনো কোম্পানি যে কোনো সময় যে কাউকে উপহার দিতে পারেন।
এক্সট্রার পথচলা শুরু গত জানুয়ারি থেকে। এতোদিন শুধু বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার হতো তাদের এমপ্লয়িদের বা ডিস্ট্রিবিউটরদের উপহার দেওয়ার জন্য। কিন্তু এখন যে কেউ অ্যাপটি ব্যবহার করতে পারবেন প্রিয়জনদের উপহার দিতে।
অ্যাপ ঠিকানা: www.xtragift.com