দেশের প্রান্তিক পর্যায়ে ই-কমার্স প্লাটফর্মের পণ্য পৌঁছে দেবে দেশে প্রযুক্তিখাতের পণ্য বলিকিরন প্রতষ্ঠিান ‘পেপারফ্লাই’।
এজন্য একটি সমঝোতা চুক্তি করেছে উভয় প্রতিষ্ঠান। চুক্তির ফলে দেশের ৪ হাজার ৪৫৪ টি ইউনয়িনে দ্রুততম সময়ে আজকের ডিলের পণ্য হাতে পাবেন ক্রেতারা।
আজকের ডিল প্রধান নির্বাহী ফাহমি মাশরুর এবং পপোরফ্লাই প্রধান বিপণন র্কমর্কতা রাহাত আহমেদ চুক্তিতে সই করেন।
সম্প্রতি অনুষ্ঠিত এই ঘরোয়া চুক্তিসই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আজকের ডিল প্রধান কারিগরী কর্মকর্তা রনি মন্ডল, ব্যবসায় উন্নয়ন বভিাগরে প্রধান সৈয়দ সৌরভ কবির, হসিাব রক্ষণ বভিাগরে প্রধান রফকিুল ইসলাম এবং পপোরফ্লাইয়রে প্রধান পরিচালন কর্মকর্তা রাজিবুল ইসলাম উপস্থতি ছিলেন।