উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আসছে উইন্ডোজ ৯৫ এর জনপ্রিয় ফিচারগুলো। পাওয়ারটয়েস নামের ঐ ইউটিলিটিসের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের উইন্ডোজ ইউজার ইন্টারফেস পরিবর্তনসহ ডজনখানের টুলস ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি ওপেস-সোর্স ভিত্তিতে প্রকাশ করা উইন্ডোজ ক্যালকুলেটর অ্যাপের মতোই পাওয়ারটয়েস ইউটিলিসিট আনার পরিকল্পনা করছে সফটওয়্যার জায়ান্টটি। ব্যবহারকারীরা চাইলে কোন ফিচারগুলো এতে প্রাধান্য দেয়া উচিত সেই মতামত দিতে পারবেন।
উইন্ডোজ ১০ এর রিবিল্ট-এ পাওয়ারটুলস দেখা যাবে, যা উইন্ডোজ এক্সপি সংস্করণ থেকে শুরু করে পরবর্তী সংস্করণগুলোতে বাদ দেয়া হয়।
এই দুইটি ইউটিলিটিস ‘ম্যাক্সিমাইজ টু নিউজ ডেস্কটপ’ বা এমটিএনডি নামের উইজেটে আনতে কাজ করছে মাইক্রোসফট। যখন ব্যবহারকারীরা একটি উইন্ডোর ম্যাক্সিমাইজ অথবা রিস্টোর বাটনে হোভার করবেন তখন এই এমটিএনডি পপ-আপ বাটন দেখাবে। এতে ক্লিক করে ব্যবহারকারীরা নতুন ডেস্কটপ তৈরি, অ্যাপকে নতুন ডেস্কটপে নেয়া এবং নতুন ডেস্কটপে অ্যাপকে ম্যাক্সিমাইজ বা বড় করে দেখতে পারবেন।
এছাড়া থাকছে উইন্ডোজ কী শর্টকার্ট গাইড, যা ব্যবহারকারীরা যখন উইন্ডোজ কী এক সেকেন্ডের বেশি চেপে ধরে রাখবেন তখন প্রদর্শিত হবে।
এছাড়া আরও যে ফিচারগুলো আসতে পারে তার মধ্যে রয়েছে:
• ফুল উইন্ডো ম্যানেজার
• কীবোর্ড শর্টকার্ট ম্যানেজার
• Win+R রিপ্লেসমেন্ট
• ব্রাউজার ট্যাব ইন্টিগ্রেশন এবং চলমান অ্যাপে সার্চ ফিচার
• ব্যাটারি ট্র্যাকার
• ব্যাচ-ফাইল রিনেম করা
• টাস্কবারে কুইক রেজ্যুলেশন সোয়াপ
• ফোকাস ছাড়াই মাউস ইভেন্টস
• সিএমডি
• কনটেন্ট মেন্যু ফাইল ব্রাউজিং
ডিবিটেক/বিএমটি