শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এই সময় অনেকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় রবি’র মাধ্যমে ডিজিটাল উপায়ে যাকাত ও সাদকা প্রদান করতে পারবেন গ্রাহকরা এই সেবা নিয়ে এসেছে।
সমন্বিত ইসলামিক লাইফস্টাইল অ্যাপ নূর ব্যবহার করে গ্রাহকরা নির্ভরযোগ্য কয়েকটি দাতব্য সংস্থায় এ অনুদান প্রদান করতে পারবেন।
অনলাইন যাকাত ও সাদকা ফিচারের পাশাপাশি রবি বিদ্যানন্দ ফাউন্ডেশন’র সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন- ‘আমার ইফতার’। এর মাধ্যমে রমজান মাসজুড়ে ইফতার পাবে পথশিশু এবং সমাজের সুবিধা বঞ্চিত বয়ষ্ক ব্যক্তিরা।
রিচার্জ বান্ডল কেনার মাধ্যমে ‘আমার ইফতার’ উদ্যোগে অনুদানের সুযোগ পাবেন রবি’র গ্রাহকরা। এর আওতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনকে প্রতি ৪৩ টাকা বান্ডলে ২ টাকা এবং প্রতি ১১৮ টাকা বান্ডলে ৪ টাকা প্রদান করবে রবি। ৪৩ টাকা ও ১১৮ টাকা রিচার্জ বান্ডল অফারের আওতায় যথাক্রমে ৭ দিন ও ১০ দিন মেয়াদে ৭৫ মিনিট ও ২১৫ মিনিট টকটাইম পাবেন গ্রাহকরা।
আজ রাজধানীর একটি হোটেলে এই উদ্যোগটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সেক্রেটারি এবং জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি। এসময় রবি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
দেশের প্রথম ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিনগুলো ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ও রাজশাহীর বিভিন্ন স্থানে স্থাপন করা হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সুবিধা বঞ্চিত শিশু ও বয়ষ্কদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত করবেন। ভেন্ডিং মেশিনে তাদের আঙুলের ছাপ দিয়ে নির্ধারিত ইফতার সংগ্রহ করতে পারবেন নিবন্ধিত সুবিধাভোগীরা।
যাকাত ও সদকা হিসেবে সংগৃহীত সকল অনুদান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, বিদ্যানন্দ ফাউন্ডেশন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, স্কলার্স স্পেশাল স্কুল ফর স্পেশাল নিডস চিলড্রেন, রহমত-ই-আলম মিশন এবং ইসলাম মিশন এতিমখানায় পাঠানো হবে।