বাংলাদেশসহ সারা বিশ্বে সাইবার আক্রমণের ঘটনা আশংকাজনকহারে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছেন প্রযুক্তি ডিভাইস ব্যবহারকারীরা। তাই সাইবার জগতে নিরাপদ থাকতে নিচের ১৫টি বিষয় মেনে চলুন।
১. পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে দূরে থাকুন।
২. ছবি ১০০ বার ডিলিট করলেও তা রিকভার করার সম্ভাবনা থেকেই যায়, তাই স্পর্শ কাতর ছবি তোলা থেকে বিরত থাকুন।
৩. নিজের ব্যবহৃত পুরনো ফোন বিক্রয় করা থেকে বিরত থাকুন। দোকানে ফোন ঠিক করতে দিলে ঠিক না হওয়া পর্যন্ত পাশে থাকুন।
৪. বিয়ের আগেই হোক কিংবা পরে, সম্পর্ক থাক বা না থাক এমন কোন ছবি কখনোই তোলা বা শেয়ার করা বিরত থাকুন যা তৃতীয় ব্যক্তি দেখলে সমস্যার সৃষ্টি হতে পারে।
৫. নিজের ব্যক্তিগত পাসওয়ার্ড অন্যকে দেয়া থেকে বিরত থাকুন।
৬. অন্য কারো ডিভাইসে মেইল বা ফেসবুক খুললে তা ইনকগনিটো মুডে খুলুন এবং নিজেই তা লগ আউট করুন।
৭. ফেসবুক, ইমো, হেয়াটসঅ্যাপ ইত্যাদিতে কোন ধরনের ব্যক্তিগত ছবি আদান-প্রদান করবেন না। যদি ইতিমধ্যে শেয়ার করে থাকেন, তবে সম্পূর্ণ কনভারসেশন মুছে দিন। একজনের অ্যাকাউন্ট হ্যাক হয় তবে অপরজনও বিপদে পরবেন।
৮. ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা থেকে বিরত থাকুন।
৯. কোন লিংকে ক্লিক করার আগে কমপক্ষে দুইবার ভাবুন। কারণ ম্যালওয়্যার লিংকে ক্লিক পরে গেলে আপনার অ্যাকাউন্টের এক্সেস হ্যাকারের কাছে চলে যাবে।
১০. অনলাইনে ডলার বা পাউন্ড বিনিময় করা থেকে বিরত থাকুন। যেহেতু আইনের দৃষ্টিতে এটি অবৈধ। পরবর্তীতে কোন সমস্যায় পরলে বা ডলার বিক্রয় করতে গিয়ে ধরা পরলে আপনি আইনি সহায়তা পাবেন না।
১১. অনলাইনে পণ্য কিনলে ভালো করে যাচাই করে নিন।
১২. সাইবার ক্রাইম, অনলাইন ব্ল্যাকমেইল, অনলাইনে ছবি ছড়িয়ে দেয়ার হুমকি এই সংক্রান্ত যে কোনো ধরণের সমস্যায় দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
১৩. প্রতি মাসে অন্তত এক বার হলেও পাসওয়ার্ড বদল করুন। ক্যারেক্টরের সঙ্গে সংকেত ও নম্বর মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।
১৪. দ্বি-স্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা চালু করুন।
১৫. পাসওয়ার্ড পুনঃরুদ্ধার কিংবা গোপন প্রশ্নের ক্ষেত্রে সাধারণ প্রশ্ন ও উত্তর এড়িয়ে চলুন।