নিজেদের প্রযুক্তিতে অফুরান শক্তিতে ঊর্ধ্বমুখী চলার সক্ষমতা দেখিয়ে (১১ ডিসেম্বর) শুক্রবার রাতে আগারগাঁওস্থ ফিল্ম অ্যান্ড আর্কাইভ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় সপ্তম ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০।
এবারের আয়োজনে আইসিটি খাতে অবদান রাখার জন্য ১৩টি ক্যাটেগরিতে ১৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ সমাপনীর অনুষ্ঠানে
এই পুরষ্কার দেয়া হয়।
তথ্য প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড পান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিৎ রায়।
ফেসবুক স্টাটাসে উচ্ছ্বাস প্রকাশ করে কুমার বিশ্বজিৎ রায় জানান, তথ্য প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা পেয়েছি।
এ সম্মান বাংলাদেশ টেলিভিশনের সকল কর্মকর্তা, কর্মচারী ও কলাকুশলীর । এ সম্মান আমার সকল সহকর্মীর।
বিশেষ করে আমি কৃতজ্ঞ বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক বার্তা অনুপ কুমার খাস্তগীর স্যার এবং মুখ্য বার্তা সম্পাদক মুন্সী মো: ফরিদুজ্জামান স্যারের প্রতি।
সেই সাথে কৃতজ্ঞতা জানাই বার্তা শাখার অ্যাসাইনমেন্ট এডিটর মো: এনামুল হক ও মো: সিদ্দিকুর রহমান স্যারের প্রতি। এছাড়া তথ্যপ্রযুক্তি নিয়ে প্রতিবেদন করতে গিয়ে যারা আমার কাজকে আরো সুন্দর ও নান্দনিক করে উপস্থাপন করেন সে সকল সংবাদ উপস্থাপক, ক্যামেরাম্যান ও ভিডিও এডিটরদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আমার জন্য সবাই দোয়া ও আশির্বাদ করবেন।