নাট্যকার, সাহিত্য সমালোচক ও শিক্ষাবিদ মুনীর চৌধুরী স্মরণে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। ২৭ নভেম্বর তার জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।
গুগল বাংলাদেশের হোম পেজে মুনীর চৌধুরীকে নিয়ে ডুডলটি প্রকাশ হয়েছে। এতে দেখা যাচ্ছে, গুগল লেখার মাখে মুনীর চৌধুরীর ছবি। ছবিতে দেখা যাচ্ছে খোলা বই হাতে রয়েছে মুনীর চৌধুরী। গায়ে শাল জড়ানো। চোখে কালো রঙের মোটা ফ্রেমের চশমা।
গুগল ডুডল হলো গুগল কর্তৃক ডিজাইনকৃত কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগলের হোম পেইজে তাদের লোগোর পরিবর্তে ব্যবহৃত শিল্পসম্মত লোগো। যেটি কোনো বিশেষ দিনে গুগলের হোমপেজে তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহার করা হয়।