করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে বুধবার (১১ মার্চ) বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসে হোয়াইট হাউস।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, বৈঠকে ফেইসবুক, গুগল, অ্যামাজন, টুইটার, অ্যাপল এবং মাইক্রোসফট ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, সভায় নেতৃত্ব দেন মার্কিন প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইকেল ক্র্যাটসিওস।