আপনি কি গুগল ক্রোম ব্যবহার করেন ? যদি হ্যাঁ, তো এই মুহূর্তে আপডেট করুন নিজের ব্রাউজার। গুগল ক্রোমে এমন একটি বাগ এসেছে, যার ফলে ক্ষতি হতে পারে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের।
এই বাগ-এর হাত থেকে বাঁচতে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে গুগল ক্রোম। গুগল ক্রোমের নতুন স্টেবেল ভার্সন 80.0.3987.122, যা Windows, MacOS আর Linux-এর জন্য আপলোড করে দেওয়া হয়েছে।
এই বাগটিকে ট্র্যাক করে হ্যাকাররা খুব সহজেই আপনার ল্যাপটপ বা কম্পিউটার হ্যাক করে নিতে পারবে।
এই বাগটি ব্যাপারে গুগল স্বীকার করে জানিয়েছে, ক্রোম ৮০-তে একটি হাই লেভেলের বাগ খুঁজে পাওয়া গিয়েছে। এর ফলে javascript হ্যাক করা সম্ভব আর হ্যাকাররা আপনার পিসিতে আনরেস্ট্রিক্টেড কোডো রান করতে পাড়বে।
কীভাবে আপডেট করবেন আপনার পিসি? ক্রোম ব্রাউজারকে আপডেট করার জন্য প্রথমে Chrome Web browser যান। তারপর About Chrome গিয়ে আপডেট টু ডাউনলোড করে ইন্সটল করুন।
ওয়েব অ্যাক্সেস করার জন্য বেশির ভাগ মানুষই গুগল ক্রোম ব্যবহার করে থাকে, এমন পরিস্থিতিতে এই রখম একটি বাগ কোটি কোটি মানুষের ডেটার ক্ষতি করতে পারে।