কাঙ্খিত স্মার্টফোনের কথা মনে আসলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে- মোবাইল ফটোগ্রাফি, পর্যাপ্ত স্টোরেজ, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় ডিজাইনের কথা। মাল্টিমিডিয়ার এই যুগে কেউ স্মার্টফোন কিনতে গেলে এ বিষয়গুলোই প্রথমে খোঁজেন। এসবগুলো সুবিধা নিয়েই এবার হুয়াওয়ে নিয়ে আসার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে ওয়াই নাইন এস।
৬.৫৯ ইঞ্চির বিশাল ফুলভিউ এইচডি ডিসপ্লের ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৪.৭৩ শতাংশ। চার্জ নিয়ে দুশ্চিন্তা দূর করার জন্য মধ্যম বাজেটের ফোনটিতে রাখা হয়েছে শক্তিশালী ব্যাটারি।
বলা হচ্ছে, এতে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রধান ক্যামেরা এবং ৮ ও ২ মেগাপিক্সলের দু’টি ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়াও অটো পপআপ, নচলেস সুবিধাসহ এতে থাকতে পারে ১৬ মেগাপিক্সলের ফ্রন্ট সেলফি ক্যামেরা।
নির্বিঘ্নে একসাথে বহুমুখী কাজ করা এবং নিজের প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করার জন্য এতে থাকতে পারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি বড় রমের সুবিধা।
চলতি মাসের শেষের দিকে নান্দনিক ডিজাইনের ফোনটি সারাদেশে পাওয়া যাবে।