চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে সবার প্রত্যাশাকে ছাড়িয়ে সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটার আয় ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯.১ বিলিয়ন মার্কিন ডলারে। যেখানে বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিলো ৩৮.৩ বিলিয়ন ডলার। মূলত ডিজিটাল বিজ্ঞাপনের ব্যাপক চাহিদার কারণে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে এই সাফল্য এসেছে। খবর রয়টার্স।
গত বুধবার মেটার আয় বৃদ্ধির খবরটি প্রকাশিত হওয়ার পর সেদিনই তাদের শেয়ার প্রতি মূল্য ৬.৮ শতাংশ বৃদ্ধি পায়। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি)-এর দেয়া তথ্য অনুযায়ী মেটা ইতোমধ্যেই তৃতীয় কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) নিজেদের আয়ের লক্ষ্য বাড়িয়ে ৩৮.৫ থেকে ৪১ বিলিয়ন ডলারের মধ্যে রেখেছে।
মেটার চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সুসান লি বিশ্লেষকদের জানিয়েছেন যে, বিশ্বব্যাপী তাদের বিজ্ঞাপনের চাহিদা অব্যাহত আছে। পাশাপাশি ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে টার্গেট, র্যাংকিং ও ডেলিভারি সিস্টেমের উন্নয়নে এআই প্রযুক্তি ব্যবহার করছে তাদের প্ল্যাটফর্মগুলো।
ডিবিটেক/বিএমটি