আপনার ফেসবুকের জন্য দারুনসব মুহুর্ত ধারণ করা থাকে এবং আপনি অন্য প্লাটফর্মে সেটি নিতে চান তাহলে আপনার জন্য সুখবর। কারণ ফেসবুক একটি ডাটা ট্রান্সফার টুল চালু করেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুকের ছবি এবং ভিডিও গুগল ফটোজে ট্রান্সফার করতে পারবেন। খবর ম্যাশেবল।
গত ডিসেম্বর থেকে এটি চালু শুরু হলেও এখন ধারাবাহিকভাবে প্রায় সব দেশের ব্যবহারকারীদের জন্য টুলটি উন্মুক্ত করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রে ও কানাডাতে সেবাটি চালু করা হয়।
শুধু অন্য প্লাটফর্মে ছবি নেয়াই নয়, আপনি যদি ফেসবুক ব্যবহার ছেড়েও দিতে চান তাহলে টুলটি আপনার জন্য আশীর্বাদস্বরুপ। কারণ ফেসবুক বন্ধ করে দেয়ার কারণে সেখানে থাকা আপনার সকল স্মৃতি হাতছাড়া হবে না। সব ট্রান্সফার করে নিন, আর নিশ্চিন্তে ফেসবুক বন্ধ করে দিন!
প্রক্রিয়াটি খুবই সহজ। প্রথমে আপনার ফেসবুক সেটিংসে যান। তারপর ‘ইউর ফেসবুক ইনফরমেশন’-এ ক্লিক করুন। সেখানে আপনার ছবি এবং ভিডিও এক্সটার্নাল সোর্সে ট্রান্সফার করার অপশন পাবেন। আপনার ফেসবুক পাসওয়ার্ড দিন এবং গন্তব্য হিসেবে আপাতত গুগল হিসেবেই নির্বাচন করুন। ব্যাস হয়ে যাবে আপনার ফাইল ট্রান্সফার।
ডিবিটেক/বিএমটি