কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত (এআই) চীনা কোম্পানি ডিপসিকের তৈরি নতুন প্রযুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা কোম্পানিগুলোর অপেক্ষাকৃত সস্তা ও দ্রুতগতির এআই পদ্ধতি তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। তারমতো সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার ‘অন্যতম যুগান্তকারী আবিষ্কার’ হিসেবে চিহ্নিত করছেন।
আর এ কারণেই হয়তো স্বল্পব্যয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের উত্থান নিয়ে উদ্বেগে বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে তোলপাড় চলছে। এর প্রভাবে ধস নেমেছে এ খাতের শেয়ারবাজারেও। শুধুমাত্র আমেরিকা তথা বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়ার বাজারমূল্য থেকে প্রায় ৫৯৩ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে, যা ওয়াল স্ট্রিটের ইতিহাসে কোনো কোম্পানির জন্য একদিনে সর্বোচ্চ ক্ষতির রেকর্ড।
কার্যত এই অ্যাপের হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে। ডিপসিকের মুল প্রতিষ্ঠানটি বলছে তাদের নতুন এআই মডেল বাজারের শীর্ষ এই মডেল যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যাটজিপিটির সমকক্ষ। তবে চ্যাটজিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহুগুণ কম।
তবে চীনের চমক দেখানো কৃত্রিমবুদ্ধিমত্তা ডিপিসিক এআই ব্যবহার করতে হলে ডিভাইসটি অবশ্যই উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ১০.১৫ বা তার পরবর্তী সংস্করণ এবং উবুন্টু ১৮.০৪ বা তার পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের হতে হবে। ডিভাইসটিতে কমপক্ষে ৮ গিগাবাইট র্যাম এবং ৫০ গিগাবাইট জায়গা ফাঁকা থাকতে হবে।
উইন্ডোজ ও উবন্টু প্লাটফর্মের জন্য ওল্লামা এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আর ম্যাক ব্যাহারকারিদের একইওয়েবসাইট থেকে আগে ডাউনলোডার আপলোড করে নিতে হবে।
ডাউনলোডের ও ইনস্টলেশন শেষে কমান্ড প্রম্পটে এই `$env:OLLAMA_DEBUG=”1″ & “ollama app.exe”` কমান্ড লিখতে হবে। ইনস্টলের পর ডিপসিক চালু করতে টার্মিনাল অ্যাপ খুলে `ollama run deepseek-r1:8b` এই কমান্ড লিখতে হবে। এরপর ডিপসিক আর১ চালু হবে এবং এর কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ব্যবহার করা যাবে।
সফটওয়্যার ইনস্টলের পাশাপাশি চাইলে ডিপসিকের এআই সুবিধা অনলাইন থেকেও সরাসরি ব্যবহার করা যাবে। এ জন্য এই লিংকে প্রবেশ করে ই–মেইল বা মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। চাইলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর সরাসরি চ্যাটবট ব্যবহার শুরু করা যাবে।
স্মার্টফোনে ডিপসিক অ্যাপ ব্যবহারের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে DeepSeek লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর ই–মেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে ডিপসিক অ্যাপ ব্যবহার করতে হবে।