রাইড শেয়ারিং সেবা দিতে এবার রাইডারকেও বিআরটিএ-তে নিবন্ধন করতে হবে। যান ও ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিয়ে অনলাইনে আবেদন করে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পাদন করতে হবে। এদিকে অনলাইনে আবেদন না করায় অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়া শুরু হলেও মঙ্গলবার (২ জুলাই) পর্যন্ত লাইসেন্স পায়নি উবার, পাঠাও, সহজ এবং ওভাই এর মতো আলোচিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো।
অনলাইনে আবেদন করায় পিকমি-কে দিয়ে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা লাইসেন্স দিতে শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএর কাছে আবেদন জমা পড়া মোট ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিষ্ঠানটিকে সোমবার লাইসেন্স দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী।
তিনি জানান, নিবন্ধন পাওয়া ‘পিকমি’ ছাড়াও রাজধানীতে উবার, পাঠাও, সহজ, ওভাইসহ অন্তত ২৫টি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান এবং কয়েক হাজার যানবাহন এই খাতের সঙ্গে যুক্ত। তবে এত দিন খাতটি কোনো আইনি কাঠামোর মধ্যে ছিল না। খাতটিকে আইনি কাঠামোর মধ্যে আনতে ২০১৭ সালে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা তৈরির উদ্যোগ নেয় বিআরটিএ। এ–সংক্রান্ত একটি খসড়া নীতিমালা গত বছরের ১৫ জানুয়ারি অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিমালাটি গত বছরের ৮ মার্চ থেকে কার্যকরের ঘোষণা দেওয়া হয়।
জানাগেছে, নীতিমালা অনুযায়ী রাইড শেয়ারিং এর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও যানবাহনের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। কিন্তু বিআরটিএর কারিগরি প্রস্তুতি না থাকায় নিবন্ধন প্রক্রিয়াটি শুরুতেই বাধাগ্রস্ত হয়। পরে বিভিন্ন সময় নিবন্ধনের জন্য বিআরটিএর কাছে মোট ১৬টি প্রতিষ্ঠান আবেদন করে। কিন্তু কোনো প্রতিষ্ঠানই নীতিমালার সব শর্ত পূরণ করতে পারেনি। ফলে কোনো প্রতিষ্ঠানকেই নিবন্ধন দেয়নি সংস্থাটি। এখন নিবন্ধন দেওয়ার ক্ষেত্রেও নীতিমালার ‘খ’ অনুচ্ছেদের ১ নম্বর শর্তটি শিথিল করে লাইসেন্স দেয়া শুরু হয়েছে।
সূত্রমতে, এর আগে ১৬টি প্রতিষ্ঠান কাগজে-কলমে বিআরটিএর কাছে নিবন্ধনের জন্য আবেদন করেছিল। গত ২৬ জুন প্রতিষ্ঠানগুলোকে ডাকা হয়েছিল। তাদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে এবং আবেদনের প্রক্রিয়াটিও দেখা হয়েছে। এরপর গত ২৭ জুন পিকমি নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করেছিল। অনলাইনে প্রতিষ্ঠানটিকে নিবন্ধন সনদও দেয়া হয়েছে।
লাইসেন্স প্রদানের পুরো প্রক্রিয়াটিই অনলাইনে সম্পাদন করা হচ্ছে জানিয়ে বিআরটিএ পরিচালক (প্রকৌশল) মোঃ লোকমান হোসেন মোল্লা ডিজিবাংলা-কে বলেন, এখনো উবার, পাঠাও, সহজের আবেদন অনলাইনে আমরা পাইনি। এ কারণে আজও তাদের লাইসেন্স দেয়া হচ্ছে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাইডারকে অবশ্যই তার যানটি বিআটিএ থেকে নিবন্ধিত করাতে হবে। অনলাইনে আবেদন করে এই নিবন্ধন কাজ সম্পাদন করা যাবে।
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন-press@digibanglatech.news এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। মনোনীত লেখার জন্য সম্মানি দেয়া হবে।]