বাংলাদেশে প্রযুক্তি খাতের মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বিনিয়োগ আকর্ষণ ও কর্ম সংস্থান সৃষ্টিতে কাজ শুরু করছে ফুজিৎসু রিসার্স ইনস্টিটিউট (এফআরআই)। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সঙ্গে সম্মিলিত ভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে জাপানের এই প্রযুক্তি প্রতিষ্ঠান।
এদিকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সুযোগ ও সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী সোমবার (১৭ জুন) হোটেল ইন্টার কন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে পারস্পরিক আলোচনা সভা। সভায় ফুজিৎসু এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হবে।
আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় ফুজিৎসু রিসার্স ইনস্টিটিউট (এফআরআই) প্রেসিডেন্ট সিংগো কাগাওয়া এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি অংশ নেবেন।
অপরদিকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কর্যালয়ের প্রধান সমন্বয়ক (এসডিজি অ্যাফেয়ার্স) আলোচনায় অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেবেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, জেট্রো বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ও জেবিসিসিআই প্রেসিডেন্ট দায়সুকা আরিয়া ও ডাটাসফট ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান।