এবছরই ভারতের সফটওয়্যার বাজার ৬ দশমিক ১ বিলিয়ন ডলারে উন্নীত হবে, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৭ শতাংশ বেশি। ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি) প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ইকোনমিক টাইমস।
আইডিসির এশিয়া প্যাসিফিক সেমিঅ্যানুয়াল সফটওয়্যার ট্র্যাকার (জাপান ব্যতীত) তথ্যমতে, এই অঞ্চলের সফটওয়্যার বাজারের ১২ শতাংশ দখল নিয়ে ভারত শীর্ষ তিনটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে।
বাজার দখল করতে ভারতীয় কোম্পানিগুলো বিগ ডাটা এবং বিজনেস অ্যানালাইটিক্সের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। আগামী দুই বছরে এসব কোম্পানিগুলো যথাযথ মানিটাইজেশন কৌশলের মাধ্যমে অ্যানালাইটিক্স, ক্লাউড এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে তাদের বিনিয়োগ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠানটি সফটওয়্যার বাজারকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছে। এগুলো হলো- অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেপ্লয়মেন্ট (এডিঅ্যান্ডডি) এবং সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার (এসআই) সফটওয়্যার।
গতবছরের শেষ ছয় মাসের হিসাব অনুযায়ী, অ্যাপ্লিকেশন খাত বাজারে ৫৯ দশমিক ৭ শতাংশ অবদান রাখছে। অপর দুইটি খাতের অবদান যথাক্রমে ২২ দশমিক ৮ শতাংশ এবং ১৭ দশমিক ৫ শতাংশ।
ডিবিটেক/বিএমটি