স্বাধীনতার সুর্বণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আত্মনির্ভরশীলতায় নতুন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করেছে আইসিটি বিভাগ। নতুন এই ঠিকানার নাম এম্পোরিয়া (emporia)। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের পরামর্শে এবং তার গঠিত সূচনা ফাউন্ডেশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইসিটি ট্রেনিং ফর ডিজেবল ইনক্লুডিং ইন বিডি প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে নতুন এই প্লাটফর্মটি।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডোমেইনে শিগগিরি নতুন এই ঠিকানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শুক্রবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয় হয়। এ বিষয়ে তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন একটি বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক সোনার বাংলাদেশ হিসেবে। তাঁর সেই স্বপ্ন পূরণের অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা আইসিটি বিভাগ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য তৈরি করেছি বিশেষ এই ডিজিটাল প্ল্যাটফর্মটি।
নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ঘরে বসেই প্রশিক্ষণ নিতে পারবেন। চাকরির সন্ধান করতে পারবেন খুব সহজেই। ডিজিটাল মাধ্যমে ইন্টারভিউ দিয়ে প্রমাণ রাখতে পারবেন নিজেদের সক্ষমতার। শারীরিক বা প্রকৃতিক অক্ষমতার কাছে হার না মেনে ডিজিটাল শক্তিতে অবদান রাখতে সক্ষম হবেন দেশের উন্নয়নে।