রাজধানীর উত্তরা আজমপুরে একটি মার্কেটে বিক্রয় প্রতিনিধির কাজ করতেন ১৯ বছরের আতিকুল ইসলাম আতিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ৫ আগস্ট গুলিবিদ্ধ হন। এরপর আগারগাঁও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। গুলিবিদ্ধ হাতটি এতোটাই আক্রান্ত হয় যে কেটে ফলতে হয় কনুইয়ের ওপর থেকে। তবে এ নিয়ে আফসোস নেই এই তরুণের। হাসপাতালের বেডে বসেই সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রতিজ্ঞা করে আন্দোলনে নেমেছিলাম। হয় মরবো, নয়তো বিজয় নিয়ে ঘরে ফিরবো। বিজয় পেয়েছি, তাই হাত না থাকার কষ্টটা মনে আনি না।
আতিকের মতো দেশের প্রতি অকুণ্ঠ ভালোবাসায় গুলিতে কিংবা ধারালো অস্ত্রের কোপে হাত হারানো ৫ বীর পেতে যাচ্ছে কৃত্রিম হাত। অকৃত্রিম মমতায় ঢাকার উত্তরার আতিক, যাত্রাবাড়ীর হাফেজ মোঃ হোসাইন, ভৈরবের ট্রাক্টর চালক মোঃ মামুন, চট্টগ্রামের আরিফ হোসেন সাগর এবং যশোরের নাঈম হাসানকে কৃত্রিম হাত সংযোজন করে দেবে বাংলাদেশের প্রথম রোবটিক হাত উৎপাদনকারী গবেষণা প্রতিষ্ঠান রোবো লাইফ টেকনোলজিস। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগঁওয়ে আইসটি টাওয়ারে এই কাজটির উদ্বোধন করবেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। তবে এসময় আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলামও থাকতে পারেন বলে জানিয়েছেন রোবোলাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জয় বড়ুয়া লাভলু।
ডিজিবাংলার সঙ্গে আলাপকালে লাভলু বলেন, ছোটখাটো কাজ করার জন্য আমাদের এই রোবটিক হাত তৈরি। এই হাত দিয়ে সর্বোচ্চ এক কেজির জিনিস তোলা যাবে। সিলিকন ব্যবহারে এর বাহ্যিক সৌন্দর্যটা বজায় থাকবে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই চট্টগ্রামের তরুণ উদ্ভাবক ও টেক উদ্যোক্তা লাভলু প্লাস্টিক আর সিলিকনের মিশেলে তৈরি করছেন রোবটিক হাত। সিলিকন গ্লাভস লাগিয়ে দেওয়ার ফলে কৃত্রিম হাতটি মানুষের হাতের মতোই দেখা যায়। কাজও করছে দারুণ। ভয়েস কন্ট্রোল, অটো কন্ট্রোল, নার্ভ কন্ট্রোল ও লেগ কন্ট্রোল—চার ধরনের রোবোটিক হাত তৈরি করেছেন ২২ বছর বয়সী এই যুবক। এর মধ্যে কোনো হাত মস্তিষ্কের সংকেতে, কোনোটি কণ্ঠস্বরের কিংবা পায়ের সঙ্গে লাগানো ডিভাইসের মাধ্যমেও নাড়াচাড়া করা যায়। যে কোনো দিকে ঘোরানো, মুষ্টিবদ্ধ করা, যে কোনো জিনিস ধরে ওপরে তোলার কাজ করা যায়। হাত মুষ্টিবদ্ধ করে পানি তুলেও খাওয়া যায়। যিনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তিনি সে অনুযায়ী হাত বানিয়ে নিতে পারেন তার কাছ থেকে। হাতগুলো তৈরিতে খরচ হয় ৩০ হাজার থেকে এক লাখ টাকা। তার তৈরি হাত ইতিমধ্যেই তুরস্ক সহ বেশ কয়েকটি দেশে রফতানিও হয়েছে। দেশ-বিদেশের অনেকেই তার কাছ থেকে সাশ্রয়ে কৃত্রিম হাত সংস্থাপন করে নিচ্ছেন।
তবে এবার তিনি ব্যাবিলন গ্রুপের সৌজন্যে নিজের তৈরি কৃত্রিম হাত লাগিয়ে দেবেন বৈষম্য বিরোধী আন্দোলনের হাত হারানো ৫ তরুণকে। লড়াকু এই বীরদের নিজের উদ্ভাবিত সিলিকন হাত সংস্থাপন করে দেয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন লাভলু।