ছাত্র-জনতার অভ্যুদ্বয়ে বৈষম্যহীন সুশানের দ্বিতীয় অধ্যায়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। দেশের নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মবিরতিতে দেশের অভ্যন্তরীন সুরক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরসার শিক্ষার্থীরা। নিরস্ত্র এই স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবহৃত হচ্ছে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কমিউনিকেটিভ অ্যাপ ব্যবহার করে এই স্বেচ্ছাসেবী গড়ে তুলছেন কমিউনিটি হেল্পলাইন, অ্যালার্ট নোটিস। ট্র্যাফিকিং এ জিপিএস ব্যবহার করে চোর ডাকাতকে নজরদারিতে তারা ব্যবহার করছেন ড্রোন। ক্রাউডসোর্সিং এর মাধ্যমে তারা বিভিন্ন অ্যাপস ও টুলস ব্যবহার করছেন তারা। এর মধ্যে বেশে নজরে এসেছে রিয়েল-টাইম কমিউনিটি সুরক্ষা প্ল্যাটফর্ম ‘প্রতিরোধ’। জিপিএস প্রযুক্তি ব্যবহার করে রিয়েল-টাইমে ঘটনা রিপোর্টিং এবং পর্যবেক্ষণের এই প্লাটফর্মটি তৈরিতে নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কো-ডিজাইন টিম লিড ফাহিম মুর্শেদ।
তিনি জানিয়েছেন, ওয়েবসাইটটি খুব অল্প সময়ে হাইপার হ্যাকাথনের মাধ্যমে তৈরি, যাতে দ্রুততম সময়ে আপনাদের হাতে তুলে দেয়া যায়। বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যেই আরো ফিচার যুক্ত করার জন্য নিরলস কাজ চলছে।
জানাগেছে, অপরাধের হার বৃদ্ধি পাওয়ায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উপর চাপ বৃদ্ধির কারণে, পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী গোষ্ঠী আলাদাভাবে কাজ করার কারণে, সঠিক সময়ে দ্রুত আপনার প্রয়োজনীয় সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়াও, ভুয়া ঘটনার খবর বিভ্রান্তি সৃষ্টি করে এবং মূল্যবান সময় নষ্ট করে। সেই চিন্তা থেকেই এই প্লাটফর্মটি তৈরি করা হয়েছে।
প্রতিরোধ ডট নেট ওয়েব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে শুক্রবার থেকেই পরিচয় গোপন রেখেই এলাকার যে কোনো সমস্যায় সাহায্য চাওয়া শুরু করেছেন সাধারণ মানুষ। মিলছে প্রতিকারও। তাই প্ল্যাটফর্মটি আপনার এলাকায় এবং বন্ধু-স্বজনদের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করা এবং নিজের এলাকা সুরক্ষা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিরোধ-এ যে সুবিধা মিলছে
সহজ এবং সঠিক রিপোর্টিং: এলাকার কোনো দুর্ঘটনা বিষয়ে প্রতিরোধ.নেট-এ কয়েকটি ক্লিকেই রিপোর্ট করা যাবে। এর মাধ্যমে রিপোর্টকারীর অবস্থান স্বয়ংক্রিয়ভাবে ম্যাপ করা হবে এবং স্বেচ্ছাসেবী এবং নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হবে। তাই অবশ্যই ওয়েবসাইটটিকে ব্যবহারকারীর অবস্থান অ্যাক্সেস দিতে হবে।
ঘটনার লাইভ/রিয়েল টাইম পর্যবেক্ষণ: প্রতিরোধ এর লিংকটি থেকে এলাকার সমস্ত রিপোর্টকৃত ঘটনা লাইভ ম্যাপের মাধ্যমে দেখা যাবে। চারপাশে কী ঘটছে তা তাৎক্ষণিকভাবে জেনে সচেতন থাকতে পারবেন।
একসাথে এক জায়গায়: প্রতিরোধ সকল স্বেচ্ছাসেবী গোষ্ঠীকে একই প্ল্যাটফর্মে একত্রিত করে, যা তাদেরকে কম সময়ে দ্রুত এবং আরও কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করে। এই প্ল্যাটফর্ম কোনো লোকেশনে একই ধরনের ঘটনা রিপোর্ট হলে সেটা যেমন বুঝতে পারে, তেমনি বিচ্ছিন্ন রিপোর্ট পেলে সেটাকে ভুল রিপোর্ট হিসেবে চিহ্নিত করে। তাই এই প্ল্যাটফর্মে যত বেশি মানুষ থাকবে, আমাদের কমিউনিটির একত্রিত হওয়া তত কার্যকর হবে।