চীনের বিশাল “স্বর্গের চোখ” টেলিস্কোপ আন্তর্জাতিক বিজ্ঞানীদের জন্য উন্মুক্ত হয়েছে ২০১৪ সালে। এরপর গেলো মাসে জিপিএস প্রযুক্তির চেয়েও নিখুঁত ও বেশি কার্যকর প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন নেদারল্যান্ডসের একদল গবেষক। এরমধ্যে এ মাসে অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইউরোপ– এই তিন মহদেশ জুড়ে শুরু হয়েছে ‘দ্য স্কয়ার কিলোমিটার অ্যারে (এসকেএ)’ অবজারভেটরি স্থাপনের কাজ। ২০২৮ সাল নাগাদ নির্মাণ শেষ হলে এটাই বিশ্বের ‘বৃহত্তম’ রেডিও টেলিস্কোপ হিসেবে আত্মপ্রকাশ করবে।