‘ত্রিমাত্রিক মিক্সড-রিয়ালিটি দুনিয়া’ নির্মাণে দক্ষ কর্মী খুঁজছে অ্যাপল। এ জন্য দেয়া বিজ্ঞাপন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, বহুল প্রতিক্ষিত এআর/ভিআর হেডসেট তৈরির জন্যই হয়তো এই বিজ্ঞাপন। অ্যাপলের এই মিক্সড রিয়ালিটি হেডসেটটির একটি নকশাও এর মাধ্যে ফাঁস হয়েছে নেট দুনিয়ায়। নকশাবিদ অ্যান্টোনিও ডি’রোসা প্রকাশ করেছেন অ্যাপল হেডসেটের সম্ভাব্য চিত্র।
বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী জানুয়ারিতেই নতুন মিক্সড রিয়ালিটি হেডসেট উন্মোচন করতে পারে আইফোনের নির্মাতা। এরইমধ্যে ডিভাইসের নকশার কাজ গুছিয়ে এনেছে টিম কুকের দল। বাজার বিশ্লেষক মিং-চি কুও’র মতে, জুন মাসের ডেভেলপার্স কনফারেন্সকে সামনে রেখে জানুয়ারি মাসেই নতুন মিক্সড রিয়ালিটি হেডসেট উন্মোচন করতে পারে অ্যাপল। আর প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাইমস দাবি করছে, মার্চ মাস থেকে নতুন হেডসেটের উৎপাদনে যেতে পারে অ্যাপল।
গুঞ্জন অনুযায়ী যে দিনই আসুক না কেন, নতুন হেডসেটটিকে ‘রিয়ালটি প্রো’ অথবা ‘রিয়ালিটি ওয়ান’ নামে বাজারজাত করতে পারে অ্যাপল। এর দাম হবে ২ থেকে ৩ হাজার ডলারের মধ্যে যা বিদ্যমান বাজারের অন্য যে কোনো হেডসেটের চেয়ে দামী। বাণিজ্য প্রকাশনা ব্লমবার্গের সংবাদকর্মী মার্ক গার্ম্যান জানিয়েছেন, নতুন হেডসেটের জন্য আলাদা ভিডিও সেবা প্রতিষ্ঠা করতে চায় অ্যাপল। সেই লক্ষ্যে স্বচালিত গাড়ি প্রকল্পের জ্যেষ্ঠ প্রকৌশলীদের কয়েকজনকে মিক্স রিয়ালিটি পণ্য নির্মাতা দলে পাঠিয়েছে কোম্পানিটি। তাদের প্রচেষ্টায় হেডসেটের ভেতরে-বাইরে অন্তত ১০টি ক্যামেরা থাকবে এবং বড় পরিসরে বাজারজাতকৃত হেডসেটগুলোর মধ্যে সবচেয়ে হাই-রেজুলিউশনের ডিসপ্লে থাকবে এতে।
‘রিয়ালিটি ওএস’ নামের নতুন অপারেটিং সিস্টেমে চলবে হেডসেটটি। মেসেজেস, ম্যাপস, ফেইসটাইম এবং অন্যান্য অ্যাপের মিক্সড রিয়ালিটি সংস্করণও আনা হতে পারে। অ্যাপল সম্প্রতি যে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে, তা বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা জানিয়েছে, ডিভাইসের মূল প্রযুক্তি ও নকশার বিষয়গুলো ইতোমধ্যেই গুছিয়ে এনেছে অ্যাপল। এখন নতুন ডিভাইসের জন্য কনটেন্ট নির্মাতাদের খুঁজছে। চাকরির বিজ্ঞাপনগুলোর অন্তত একটির বিবরণী বলছে, ‘ত্রিমাত্রিক মিক্সড-রিয়ালিটি দুনিয়া’ নির্মাণে অংশ নিতে হবে আগ্রহীকে। আর সেই অগ্রহীদের দিয়েই মিক্সড রিয়ালিটি দুনিয়ায় নতুন পেখম মেলবে অ্যাপল।
Show less