মোবাইলকে ব্যবসায়ের অন্যতম অনুষঙ্গ বিবেচনায় এর ইতিবাচক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছেন খাত সংশ্লিষ্টরা শনিবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের বঙ্গবন্ধু হলে (প্রেসক্লাব) দিনব্যাপী তৃতীয় ইনোভেশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি’র সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে আইটি ভালো করে বুঝলে, ধারণ করলে নতুন নতুন ব্যবসার ধারণা তৈরি হয়।
তিনি বলেন, হাতের মোবাইলেই আছে পুরো পৃথিবী। অনেক ব্যবসা মোবাইলেই করা যায়। তাই মোবাইলের ইতিবাচক ব্যবহার বাড়াতে হবে। এর ব্যবহার সম্পর্কে জানতে হবে।
সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক হানিফ সিদ্দিকী বিজনেস ইনোভেশন, গ্রামীণফোনের হেড অব স্টার্টআপ ইকোসিস্টেম মিনহাজ আনোয়ার স্টার্টআপ ইকোসিস্টেম, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন ভেঞ্চার ক্যাপিটালও স্টার্টআপে ভেঞ্চার ক্যাপিটালের ফান্ডিং, ব্যাবিলন রিসোর্সের প্রধান নির্বাহী লিয়াকত হোসাইন ব্যবসার গ্রোথ স্টেজ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক দিদারুল আলম সানি সফটওয়্যার ও সেবা পণ্যের বিপণন, এইট পিয়ার্স সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজালাল প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে বিজনেস সামিট। বেলা ৩টা থেকে শুরু হয় আইটি প্রফেশনালস মিটআপ। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান এই পর্বে থিম বাকেটের কো ফাউন্ডার এবং লিড ওয়ার্ডপ্রেস ডেভেলপার হাসিন হায়দার, এক্সপো নেট ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেডের সিইও আবুল কাশেম, রাইজআপ ল্যাবসের সিইও এরশাদুল হক প্রমুখ বক্তব্য রাখছেন।