তৃতীয় দফায় শুরু হচ্ছে ইয়্যুথ স্টার্টআপ সামিট। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত ৫ পর্বে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের এই সম্মেলন। সম্মেলনে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ, সেমিনার ও ওয়ার্কশপ, স্টার্টআপ এক্সিবিশন এবং নেটওয়ার্কিং ও মেন্টরশিপের ব্যবস্থা রাখা হয়েছে।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সম্মেলনে ফিনটেক, হেলথটেক, এডটেক ও জলবায়ু সুরক্ষায় উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর সল্যুশন নিয়ে সম্মেলনে যোগ দেবেন নবীন উদ্যোক্তারা। সেরা উদ্যোক্তাকে দেয়া হবে ৩ লাখ লাখ টাকা পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টার্টআপ পাবে ২ লাখ ও ১ লাখ টাকা।
জানাগেছে, আগামী ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একইসঙ্গে বসববে রাজশাহী ও রংপুর ইয়্যুথ স্টার্টআপ সামিট। এরপর ১৩ ফেব্রুয়ারি সিলেট, ১৭ ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ময়মনসিংহ ও ঢাকায় বসবে বিভাগীয় সম্মেলন।
সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন।
সোমবার আয়োজন বিষয়ে বিস্তারিত প্রকাশ করবে আইসিটি বিভাগ। এমনটাই জানিয়েছেন নীতি উপদেষ্টা ফয়েজ আহমেদ তাইয়্যেব। তিনি জানিয়েছেন, বিভাগীয় পর্যায়ের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের নিয়ে সেমিনার শেষে ফেব্রুয়ারির শেষে ঢাকার চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ডফিনালে।