দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট চশমা উদ্ভাবন করে ঢাকা জেলার সেরা নবীন উদ্ভাবক হলো ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) দল ‘সাউন্ড ভিশন’। শব্দ-কল্পনার একটি বিশেষায়িত চশমা উদ্ভাবন করে গ্রামীণফোন অ্যাক্সিলারেটর এর আয়োজনে “জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা” প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দলটি। দলের সদস্যরা হলেন- ইউআইটিএস এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইশরাক চৌধুরী, জোবায়ের হাসান, মাসুদ চৌধুরী এবং সাদিয়া আক্তার।
তাদের উদ্ভাবিত চশমায় ব্যবহৃত হয়েছে একটি লাইভ ক্যামেরা। যেটি দ্বিতীয় চোখ হিসেবে আলোকিত করে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে। তাকে পথ চলতে সহায়তা করতে বলে দেয় কোন দিকে যেতে হবে। কোথায় কি লেখা আছে সেটাও পড়ে দেয় প্রয়োজনে।
ঢাকা জেলা থেকে জমা পড়া অর্ধশতাধিক প্রকল্পের মধ্যে টপ ২০টিতে উঠে বাজিমাত করেছে এই স্মার্ট চশমাটি। রাজধানীর বারিধারার জিপি হাউসে অনুষ্ঠিত বুটক্যাম্পের অনুষ্ঠিত বুটক্যাম্পের চূড়ান্ত আসরে বিচারকদের মুগ্ধ করেছেন উদ্ভাবকেরা।
“জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা” (Smart Entrepreneur in Every District) উদ্যোগের অংশ হিসেবে নবীন উদ্ভাবকদের ৪,৮০০ এরও বেশি ধারণাকে প্রোটোটাইপে তৈরি এবং ব্যবসায় সফলতার প্রতিচিত্র উপস্থাপন করা হয় এই বুটক্যাম্পে। চূড়ান্ত বুটক্যাম্পে ডাক পেয়েছিলে ২৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী। তাদের মধ্যে বিজয়ী হওয়ায় “সাউন্ড ভিশন” কে এক লাখ টাকার ডামি চেক দিয়েছে গ্রামীণফোন। আর শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।