অ্যান্ড্রয়েড প্লাটফর্মের সঙ্গে উইন্ডোজকে যুক্ত করতে কাজ করছে মাইক্রোসফট। উইন্ডোজ ইনসাইডারে এ ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ফাইলে প্রবেশ করতে পারবেন। এজন্য উইন্ডোজে থাকা ফাইল এক্সপ্লোরার ব্যবহার করতে হবে। খবর গিজমোচায়না।
আগে ইওর ফোন অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গে অ্যান্ড্রয়েড ডিভাইস ইন্টিগ্রেট বা যুক্ত করা হত। তবে ডিভাইসে থাকা ফাইল ম্যানেজমেন্টের সুবিধাও খুবই সীমিত ছিল। মাইক্রোসফটের তথ্যানুযায়ী, নতুন ফিচারটি এ অভিজ্ঞতায় পরিবর্তন আনবে এবং লোকাল স্টোরেজ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ পরিচালনার মতো সুবিধা দেবে।
উইন্ডোজ ইনসাইডার বিল্ডের হালনাগাদ সংস্করণে এ ফিচারটি যুক্ত করা হয়েছে। ডেভেলপার, বেটা, রিলিজ প্রিভিউসহ ক্যানারি চ্যানেলেও এটি ব্যবহার করা যাবে। কোম্পানির তথ্যানুযায়ী, ফিচারটি ব্যবহারের কিছু শর্ত রয়েছে।
ডিবিটেক/বিএমটি