তালেবানদের পক্ষের যেকোনো পোস্ট ও কমেন্ট নিষিদ্ধ করেছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নিজেদের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও এই নীতি অবলম্বন করা হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী সোশ্যাল নেটওয়ার্ক টু্ইটার এক্ষেত্রে ঢালাও সিদ্ধান্ত নেয়নি।
টুইটার কর্তৃপক্ষ বলেছে, সন্ত্রাসী কার্যক্রমকে মদদ দেয়া কিংবা নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাকে টুইটার নীতি বিরুদ্ধ। তাই যদি কোনো পোস্ট নীতি বিরুদ্ধ হয় অথবা হিংসা বা উস্কানি ছড়ায় তবে নিয়ম অনুযায়ী সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তবে তালেবান ইস্যুতে নিশ্চুপ রয়েছে অ্যালাফাবেটের মালিকানাধীন ইউটিউব।
এদিকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এজন্য পোস্ট পর্যবেক্ষণ ও প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে একদল আফগান বিশেষজ্ঞকে।
তালেবানকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ মনে করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক জানিয়েছে, অভ্যন্তরীণ যোগাযোগের জন্য তালেবান যোদ্ধারা প্রধানত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। তাই তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।