গত ১১ অক্টোবর, বিপ্লবে বিধ্বস্ত সময়ে মুক্তি পেয়েছিলো ‘শরতের জবা’। এই ছবি দিয়ে ভালোই রেকর্ড গড়েছিলেন অভিনেত্রী কুসুম সিকদার। একাধারে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালকের খাতায়। খুব বেশি দর্শক হলে টানতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ভালোই।
তাই এবার বিশ্বময় দর্শক টানতে প্রেক্ষাগৃহের দৃশ্যপট শেষে সেই ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ভৌতিক জনরার সিনেমাটি। আইস্ক্রিন জানায়, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে।
এমনটাই জানিয়েছেন কুসুম শিকদার। তার লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।
কুসুম বলেন, ‘প্রেক্ষাগৃহে মুক্তির সময়টা দর্শকদের অনুকূলে ছিলো না। তবুও অনেক ভালো সাড়া পেয়েছি। এতোটা আশা করিনি। আমার অসম্ভব পছন্দের এই গল্পটি এবার ওটিটির মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করছি। যারা হলে গিয়ে দেখতে পারেননি, আশা করছি তারা এবার দেখবেন। সবার প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।’
কুসুম সিকদার ছাড়াও ‘শরতের জবা’য় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনও শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে সাজানো হয়েছে সিনেমাটি।