উস্কানিমুলক পোস্ট দেওয়ার কারণে বাংলাদেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটার পঞ্চগড়ের দয়াল চন্দ্র বর্মণের ভেরিফায়েড ফেসবুক পেইজটি রিমুভ করে দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। ইসকন সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর ঘটনার প্রতিক্রিয়ায় চট্টগ্রামে আদালতের কাছেই সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে পৈশাচিক কায়দায় হত্যা পরিকল্পনায় দয়ালের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে ঢাকার হি’ন্দুদের বাসা থেকে বের হয়ে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জাননোর এবং আইনজীবী হত্যা পরিকল্পনা কারীদের সাথে নিয়মিত যোগাযোগ নিয়ে অভিযোগ ওঠার পর অনলাইনে নির্বাসিত হতে শুরু করেন দয়াল। ইউটিউবে অনর্গল ইংরেজি বলে আলোচনায় আশা এই যুবকের ভেরিফায়েড ফেসবুক পেইজ মুছে দেয়ার সঙ্গে সঙ্গে সার্চ ইঞ্জিস গুগলও স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট ক্লোজ করেছে। তবে ইউটিউবে আপত্তিকর কিছু না থাকায় সেটি সচল রয়েছে।
অবশ্য ফেসবুকে আবারও সক্রিয় হতে নামের সঙ্গে অফিসিয়াল যুক্ত করে নতুন অ্যাকউন্ড খুলেছেন দয়াল। একইভাবে এই অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া প্রকাশ করছেন। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাকউন্টটি খুলে সেখানে কোনো একটি জনসভায় দেয়া বক্তব্যে সনাতনী হিন্দুদের কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর ডাক দিয়ে ক্যাপসনে লিখেছেন ‘আমরা চুপ হয়ে থাকবোনা আগের আইডি নাই। ফলো করুন সকল আপডেত পেতে।’।
তবে তার উস্কানি আচরণে ফেসবুকে খুব বেশি সাড়া দেননি ব্যবহারকারীরা। ১০ ঘণ্টায় মাত্র ১০টি এবং ১৬ জন ফলোয়ার জুটেছে।