ভিডিও ফুটেজ দেখে চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জনকে শনাক্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এছাড়াও একই ঘটনায় সিএমপি’র প্রতিবাদের মুখেন অনলাইনে প্রচারিত ভুল তথ্য সংশোধন করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।
বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরীতে দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ (ককটেল) সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’
অপরদিকে আওয়ামী লীগের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে ‘ভিডিও ও নাম’ প্রকাশের দাবি জানিয়ে সরকারকে টিপ্পনি কেটে বলা হয়েছে ‘আপনাদের মেটিকুলাস প্ল্যান একে একে সবই বাইরে আসবে’।
এর আগে সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভুত পরিস্থিতির উপর বিদেশি সংবাদমাধ্যম রয়টার্সে ২৭ নভেম্বর প্রতিবেদন নিয়ে উষ্মা প্রকাশ করে প্রতিবেদন জানিয়েছিলো সিএমপি।
কেননা ওই প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে একটি বক্তব্য প্রকাশ করা হয়। এরপর সিএমপি উপ পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রইছ উদ্দীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সাথে কথা বলেননি। ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, লিয়াকত নামে চট্টগ্রামে চার জন কন্সটবল আছে। তারাও কাউকে কোনো বক্তব্য দেননি। কারো বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। ভবিষ্যতে রয়টার্স ও সহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সিএমপির বিবৃতি প্রকাশের পর রয়টার্সের ওই প্রতিবেদনে বক্তব্য সংশোধন করা হয়েছে।