ইউটিউবে চ্যানেলে মাত্র ২২ মিনিটের মধ্যে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো’র সাবস্ক্রাইবার ছুঁয়েছিলো ১ লাখ। সংখ্যাটা ১০ লাখে (১ মিলিয়ন) পৌঁছায় মাত্র ৯০ মিনিটে। ১ কোটিতে (১০ মিলিয়ন) পৌঁছতে সময় লাগে ১১ ঘন্টা ৩১ মিনিট। অর্থাৎ চ্যানেল শুরুর পর ৯০ মিনিটে অর্জন ইউটিউবের ‘গোল্ড প্লে বাটন’, আর ১২ ঘন্টার মধ্যে ‘ডায়মন্ড প্লে বাটন’।
এখানেই শেষ নয়! ফুটবল বিশ্বে ‘সিআর৭’ (সিআর সেভেন) হিসিবে পরিচিত এই খেলোয়াড়ের ইউটিউব চ্যানেলটিতে ২ কোটি (২০ মিলিয়ন) সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে ২৪ ঘন্টা। এরপর ৩ কোটি (৩০ মিলিয়ন) ছাড়িয়ে গেছে ৪৮ ঘন্টার মধ্যেই। এই প্রতিটি রেকর্ড যে ইউটিউব চ্যানেলটির অধীনে তার মালিককে রেকর্ডের বরপুত্র বললে একেবারেই অত্যুক্তি হবে না!
ফেসবুক, ইন্সটাগ্রাম ও এক্স এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেক আগে থেকেই যুক্ত আছেন রোনালদো। তবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে রোনালদো যোগ দিয়েছেন গত ৮ জুলাই। তার চ্যানেলের নাম ‘ইউআর ডট ক্রিশ্চিয়ানো’ (UR · Cristian)- যেখানে তিনি প্রথম ভিডিও আপলোড করেন গত ২১ আগস্ট)। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) চ্যানেলটিতে ১৯টি ভিডিও (যার মধ্যে রিলস ৭টি) আপলোড করা হয়েছে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইবার আছে ৩৮.৯ মিলিয়ন বা ৩৮৯ কোটি।
এদিকে ইউটিউবে সবচেয়ে বেশি ৩১ কোটি ১০ লাখ (৩১১ মিলিয়ন) সাবস্ক্রাইবার আছে ‘মিস্টারবিস্ট’ (MrBeast) চ্যানেলটিতে। দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় মিউজিক লেবেল টি-সিরিজ (২৭ কোটি ২০ লাখ বা ২৭২ মিলিয়ন)। রোনালদোর চ্যানেলে গত দু’দিন যেভাবে সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে করে চলতি বছরেই সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের রেকর্ডটি তাঁর দখলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
মাঠের জনপ্রিয়তাকে সোশ্যাল মিডিয়াতেও সাফল্যের সাথেই রুপান্তর করতে পেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাঁর অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ৯০ কোটিরও বেশি (৯০০ মিলিয়ন) এবং সংখ্যাটাও প্রতিনিয়তই বাড়ছে।
রোনালদোর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার আছে ১৭ কোটি (১৭০ মিলিয়ন), ইন্সটাগ্রামে ৬৩ কোটি ৬০ লাখ (৬৩৬ মিলিয়ন) এবং এক্স-এ (পূর্বের টুইটার) তাকে ফলো করেন ১১ কোটি ২০ লাখেরও বেশি (১১২.৬ মিলিয়ন) মানুষ।