‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’ জনপ্রিয় করতে তিন বছরের মাথায় ‘ক্রিয়েটর ফান্ড’ বন্ধ করতে যাচ্ছে ছোট আকারের ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। আগামী ১৬ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে ফান্ডটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
তবে ক্রিয়েটর ফান্ডের সঙ্গে যুক্ত নির্মাতারা চাইলেই ক্রিয়েটিভিটি প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে শর্ত পূরণ সাপেক্ষে ২০ গুণ বেশি অর্থ আয় করতে পারবেন নির্মাতারা। এই খবর দিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
খুদে ভিডিও দিয়ে শুরু হলেও ধীরে ধীরে ভিডিও ধারণের সময় বাড়াচ্ছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটক। ধারণা করা হচ্ছে, আকারে বড় ভিডিও নির্মাতাদের কাছে ক্রিয়েটিভিটি প্রোগ্রামকে জনপ্রিয় করতেই এ উদ্যোগ নিয়েছে টিকটক।
মূলত ক্রিয়েটর ফান্ডে ভিডিওর সময়সীমার কোনো শর্ত না থাকলেও ক্রিয়েটিভিটি প্রোগ্রামে উন্নত রেজল্যুশনে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ (আপলোড) করতে হয়। এরপর অনুসরণকারীর সংখ্যা এবং ভিডিওর দর্শকসংখ্যা বিবেচনা করে অর্থ দেয় টিকটক।