উৎক্ষেপণের এক বছর পর বাণিজ্যিক সম্প্রচারে গেল দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)। এর সঙ্গে যুক্ত হলো দেশের ছয়টি টিভি চ্যানেল ও দুটি ব্যাংক। কিছুদিনের মধ্যেই বাকি টেলিভিশন চ্যানেলগুলোও যুক্ত হবে।
বাণিজ্যিক সম্প্রচারে যুক্ত হয়েও প্রথম তিন মাসের জন্য টিভি চ্যানেলগুলোকে বিনা মূল্যে সেবা দেবে বিএস-১। এই সময়ে বিএস-১–এর সঙ্গে টিভি চ্যানেলগুলোর কারিগরি জটিলতা থাকলে তা সমন্বয় করা হবে। এরপর বিএস-১–এর দায়িত্বে থাকা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) দেশের টেলিভিশন চ্যানেলগুলো থেকে অর্থ উপার্জন করতে পারবে।
দেশের প্রথম উপগ্রহ বিএস-১ উৎক্ষেপণ করা হয় ২০১৮ সালের ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে। এর ছয় মাস পর এর দায়িত্ব বুঝে পায় বাংলাদেশ। স্যাটেলাইটটির রক্ষণাবেক্ষণ, পরিচালনাসহ সব দায়িত্ব তখন থেকে পালন করছে বিসিএসসিএল।
বিসিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে টেলিভিশনের পাশাপাশি কেবল ছাড়া টিভি দেখার সুযোগ ‘ডিরেক্ট টু হোম’ সেবা (ডিটিএইচ) ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবার উদ্যোগ স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হলো। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে চুক্তি হস্তান্তর করেছে দীপ্ত টিভি, বিজয় টিভি, মাই টিভি, সময় টিভি, বাংলা টিভি, যমুনা টিভি, সোনালী ব্যাংক লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, অ্যাটকোর সহসভাপতি ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মো. জহুরুল হক, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সায়েম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।