ভবিষ্যত দুনিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইলফোন অপারেটরের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে বলে মনে করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন শঙ্কার কথা জানান। একইসঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের ভাববার পরামর্শ দেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, ফাইভজির ব্যবহার শুরু হলে প্রচলিত ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা থাকবে কিনা সেটা এখন ভাববার সময় এসেছে। এছাড়াও ভবিষ্যতের পৃথিবীতে ফোন অপারেটর ছাড়াই বিশেষ ফোনে কথা বলার প্রযুক্তিও আবিস্কৃত হচ্ছে। আবার দেশের মানুষ এখন ভয়েস কল কমিয়ে দিয়ে ডেটা কলে ঝুঁকছে। টেলেযোগাযোগ প্রযুক্তি ব্যবহারে মানুষের এই প্রবণতা নিয়ে ভাববার সময় এসেছে।
‘ ব্রিজিং দি স্টান্ডার্ডাইজেশন গ্যাপ’ প্রতিপাদ্যে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মো. জহিরুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং আইএসপিএবি সভাপতি এম এ হাকিম।