মাস্টার অফ কয়েন (হিসাবরক্ষক), এক্সিকিউটিভ অফ ফাস্ট ইম্প্রেশন (কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভ), ভিজ্যুয়াল স্টোরিটেলার (গ্রাফিক্স ডিজাইনার) এবং টপ সিক্রেট অফিসার (ডাটা এন্ট্রি অফিসার)। এই চারটি পদে নিয়োগ দিচ্ছে নৌপথে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জাহাজী।
তবে খুলনার এই প্রতিষ্ঠানটিতে চাকরির আবেদনে প্রয়োজন হচ্ছে না- শিক্ষাগত যোগ্যতা, নির্দিষ্ট বয়স, অভিজ্ঞতা ও ব্যাংক ড্রাফট।
কেবল কেন চাকরী প্রার্থী পদের জন্য যোগ্য এর ওপর শুধু ৫০০ শব্দের লিখে আবেদন পত্রটি জমা দিতে হবে ১৭ মে’র মধ্যে। আর আবেদনের সঙ্গে এনআইডি ও রঙ্গিন ছবির স্ক্যান কপি বা সরাসরি সফট কপি জুড়ে দিতে হবে।
তবে আবেদনের সঙ্গে দেয়া নিজের যোগ্যতার প্রমাণ স্বরুপ ওই লেখার যোগ্যতার ওপরই নির্ধারিত হবে নিয়োগ।
অবশ্য প্রার্থীকে অবশ্যই খুলনায় চাকরি করার শর্ত মানতে হবে। বেতন নির্ধারণ হবে আলোচনার ভিত্তিতে।
আবেদন করতে হবে অনলাইনে। ই-মেইল (jobs@jahajibd.com), ফেসবুক (https://www.facebook.com/pg/jahajibangladesh/photos/?tab=album&album_id=429963767563425) কিংবা লিংকড ইনে।
জাহাজীর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজল আব্দুল্লাহ জানিয়েছেন, বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে শুরু করে যেকোনো প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দক্ষতাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। কারণ, দক্ষতা ছাড়া সিজিপিএ শুধু একটি নাম্বার এবং সার্টিফিকেট একটি কাগজ মাত্র। তবে তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান জাহাজী তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে শুধু একটি প্রতিবেদনে। কেন চাকরিপ্রার্থী এই পদের জন্য যোগ্য, এই বিবরণ দিয়ে ৫০০ শব্দের একটি প্রতিবেদন লিখে জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের খুলনা শহরে চাকরি করার আগ্রহ থাকতে হবে।