গতসপ্তাহে জনপ্রিয় হলিউড সিনেমা অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এই মুভি নিয়ে মুভি পাগলদের মধ্যে আগ্রহের কমতি ছিল না। ইতিমধ্যেই মুভিটি বিশ্বব্যাপী ১১,৭৭১ কোটি টাকার ব্যবসা করেছে।
অনেকেই সিনেমা হলের টিকেট না পেয়ে অনলাইনে মুভিটি ডাউনলোডের চেষ্টা করছে। কিন্ত অনলাইনে ডাউনলোড করতে গেলে হারাতে হতে পারে ব্যাংক অ্যাকাউেন্টর সকল তথ্য এমনটাই দাবি করছে অ্যান্টিভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি ল্যাব।
ক্যাসপারস্কি ল্যাব এক ব্লগ পোষ্টে দাবি করে বলেন,অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম ডাউনলোড করতে গিয়ে প্রতারণার ফাঁদে পরতে পারেন। একটি সাধারন সার্চ করে এই ভুল করতে পারেন। হ্যাকাররা বিনামূল্যে অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম ডাউনলোড অথবা স্ট্রিম করার লোভ দেখিয়ে আপনার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
একটি ওয়েবসাইটে স্ট্রিমিং শুরু হয়ার পরে একটি অপ-আপ উইন্ডো খুলছে। সেখানে একটি অ্যাকাউন্ট তৈরী করতে বলা হচ্ছে। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললেই আপনি হ্যাকারদের খপ্পড়ে পরে যাবেন। সাধারনত বিনামূল্যে এই অ্যাকাউন্ট তৈরী করা যায়। তবে কিছু ওয়েবসাইটে ক্রেডিট কার্ড নম্বর চাইবে।
অনেকেই ক্রেডিট কার্ড নম্বর না দিলেও হ্যাকারদের কাছে ইতিমধ্যেই আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড পৌঁছে যাওয়ায় ক্রেডিট কার্ড হ্যাক করা তুলনামুলক সহজ হয়ে যাবে।
ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, মানুষ সাধারনত বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। প্রায় সবাই এই কাজ করেন। তাই সেখান থেকে আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবে হ্যাকাররা।’ পরে কেনাকাটায় আপনার অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করতে পারে হ্যাকাররা।